দীর্ঘ ছয় ঘণ্টা চেষ্টার পর মিরপুরের কালশী এলাকায় খালে পড়ে যাওয়া ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, নিখোঁজ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। তার নাম মানিক মিয়া। পল্লবীর ইসলামিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিন সকাল ৯টায় ওই ব্যক্তি সুয়ারেজ খালে পড়ে যান। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরিরা তাকে উদ্ধার করেন।
এনএইচ/টিআই