• ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি

আরটিভি নিউজ

  ০৯ মার্চ ২০২৪, ১৫:১৬
ভারতীয় ভিসা, আবেদন
ফাইল ছবি

রমজান মাস উপলক্ষে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ভিসার আবেদন গ্রহণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

শ‌নিবার (৯ মার্চ) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জা‌নিয়েছে ঢাকায় ভারতীয় হাইক‌মিশন।

ভারতীয় হাইক‌মিশন জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষে আগামী ১২ মার্চ থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে।

এ ছাড়া বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছানোর জন্য হাইক‌মিশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

জানা যায়, ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। এগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়ায় অবস্থিত।

এসব ভিসা সেন্টারে সব ধরনের ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময়ের ভিত্তিতে গ্রহণ করা হয়। রাজধানীর যমুনা ফিউচার পার্কে রয়েছে সর্ববৃহৎ ভারতীয় ভিসা আবেদন সেন্টার।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির ভর্তি আবেদনের ওয়েবসাইট বন্ধ নিয়ে যা বলছে কর্তৃপক্ষ
চাকরি দেবে পূবালী ব্যাংক, ৬০ বছরেও আবেদন
শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত
এসএসসি পাসে টিআইবিতে চাকরির সুযোগ