• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

হজ প্যাকেজের বাকি টাকা জমা দিতে সময় নির্ধারণ

আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৮
ফাইল ছবি

হজ প্যাকেজের বাকি টাকা জমা দিতে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১৯ ডিসেম্বর) মন্ত্রণালয়ের থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

এতে বলা হয়, সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহনসহ সেবা সংক্রান্ত সকল চুক্তি সম্পন্ন করতে হবে। যার কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ১৫ জানুয়ারির মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হজযাত্রীদের অনুরোধ করা যাচ্ছে।

সরকারি মাধ্যমের হজযাত্রীদের সোনালী ব্যাংকে এবং বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংক হিসাবে এ টাকা জমা দিতে হবে।

এদিকে, ২০২৫ সালে হজে যেতে গত ১ সেপ্টেম্বর থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। নিবন্ধনের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। কিন্তু নিবন্ধনে তেমন সাড়া না পাওয়ায় ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। পরে ১৯ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত শেষবারের মতো নিবন্ধনের সুযোগ দিয়েছে সরকার।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে ১০ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি এক লাখ ১৭ হাজার জন হজযাত্রীরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসসি পাসে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে চাকরি
বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সি মালিকদের হজ প্যাকেজ ঘোষণা
খরচ কমিয়ে হজের দুটি প্যাকেজ ঘোষণা
আগামী সপ্তাহে হজ প্যাকেজ ঘোষণা