আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার ২oo টন গম

আরটিভি নিউজ

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৩১ পিএম


আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার টন গম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২শ টন গম নিয়ে একটি জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২শ টন গম নিয়ে এমভি ইলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বিজ্ঞাপন

ইমদাদ ইসলাম বলেন, জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩০ হাজার ১২০টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। 

সবশেষে খাদ্য মন্ত্রণালয়ের এই সিনিয়র তথ্য কর্মকর্তা বলেন, এরইমধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission