স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, পুলিশের কেউ কেউ ভয়ে ও চাপে পড়ে অন্যায় করেছে। আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক। তবে পুলিশের মধ্যে কিছু অতিউৎসাহী ছিল তারা পালিয়েছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা ভালো প্র্যাকটিস রেখে যেতে পারি। দেশে আর যেন ‘আয়নাঘর ‘ তৈরি না হয়। এ রকম পরিস্থিতি যাতে আর তৈরি না হয়। আমাদের সিস্টেমে যারা কাজ করবেন তারা যেন সঠিকভাবে কাজ করতে পারেন।
পুলিশের নাজুক অবস্থা নিয়ে নাসিমুল গনি বলেন, যে সকল দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি। এই সরকার অতোটা অমানবিক হতে পারেনি। আমরা পুলিশকে রিফর্ম করেছি। একটা বাহিনীর মনোবল ভেঙে গেছে। পুলিশের কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি। আমরা চাই পুলিশ কোমর সোজা করে দাঁড়াক। এ জন্য তাদের অ্যাক্টিভলি কাউন্সেলিং করছি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, আগামী ১১ তারিখ মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে একটি কর্মশালার আয়োজন করা হবে। যেখানে ঢাকা ও গাজীপুরের ১৫০ জন কর্মকর্তা থাকবেন।
ডেভিল হান্টে নেতৃত্ব নিয়ে নাসিমুল গনি বলেন, এটা পুলিশি অ্যাকশন। পুলিশ কাজ করবে এবং সেনাবাহিনী এতে সহায়তা করবে।
ডেভিল হান্টে গ্রেপ্তার সংখ্যা প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, তারা গতকাল (শনিবার) থেকে কাজ শুরু করেছে। চট করে সব বলা যাবে না। যতদিন প্রয়োজন হয় ততদিন এই অপারেশন রাখা হবে।
ডেভিল হান্টের তাৎপর্য নিয়ে নাসিমুল গনি বলেন, প্রতিটি অপারেশনের একটি কোড নেম হয়। এটা অপারেশনকে ফোকাস করার জন্য৷
ডেভিল হান্ট অপারেশন যারা পরিচালনা করছে তাদের ক্ষমতা প্রসঙ্গে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাই পাবে।
আরটিভি/কেএইচ