মব বন্ধ করুন, না হলে ডেভিল হিসেবে ট্রিট করব: উপদেষ্টা মাহফুজ

আরটিভি নিউজ

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:১২ পিএম


মব বন্ধ করুন, না হলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করুন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুকে উপদেষ্টা মাহফুজ লেখেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করুন। আর যদি মব করেন তা হলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া।

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবিলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে একবিন্দু ছাড় দেওয়া হবে না।

মাহফুজ আলম লেখেন, তৌহিদী জনতা! আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে।

তিনি আরও লিখেন, জুলুম করা থেকে বিরত থাকেন। না হলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। লা তাযলিমু না ওলা তুযলামু না—জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ!

বিজ্ঞাপন

আরটিভি/একে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission