ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ঢাকায় শ্রমিক লীগ নেতা সোহান গ্রেপ্তার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:১৭ পিএম


loading/img
ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত তিন মামলার এজাহারভুক্ত আসামি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারিসুর রহমান সোহানকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে তাকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের একটি টিম।

আরও পড়ুন

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার হারিসুর রহমান সোহান বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা তিনটি মামলার এজাহারনামীয় আসামি। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/ এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |