ঢাকারোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

গণঅভ্যুত্থানে গুরুতর আহত ৪০ রোগীর পেছনে খরচ ২০ কোটি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ০৬:১২ পিএম


loading/img
ফাইল ছবি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুরুতর আহত ৪০ জন রোগীর পেছনে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে গুরুতর আহত ৪০ জন রোগী, রোগীর সঙ্গে ২৫ জন অ্যাটেনডেন্ট এবং একজন দোভাষীর জন্য চিকিৎসা, যাতায়াত, আবাসন, খাবার, ভিসা ও পাসপোর্ট, ব্যাংকচার্জ ও আনুষঙ্গিক খরচ (প্রযোজ্য ক্ষেত্রে) বাবদ সর্বমোট ১৯ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ৯৪০ টাকা ব্যয়ের বিবরণ স্বাস্থ্য সেবা বিভাগ উপদেষ্টা পরিষদকে অবহিত করেছে।

বিজ্ঞাপন

এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ক্রয়ে দক্ষতা, নৈতিকতা, গুণগতমান নিশ্চিতকরণ এবং ভ্যালু অব মানি অর্জনের বিষয় গুরুত্বারোপ করে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে প্রণীত ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া লেজিসলেটিভও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন করেছে।

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |