ঢাকা

আজও বৃষ্টি হবে!

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মে ২০২১ , ০১:২১ পিএম


loading/img
ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে আজ মঙ্গলবারও (২৫ মে) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো বাতাস বইতে পারে। এদিন দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপন

এক সপ্তাহ দাবদাহের পর সোমবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়। সেই সঙ্গে বজ্রপাত আর কালবৈশাখীও হয়। কালবৈশাখীর সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ৫২ কিলোমিটার। এছাড়া টানা এক ঘণ্টার বৃষ্টি আর বাতাসের জন্য রাতের মধ্যেই রাজধানীতে তাপমাত্রা কমে তিন ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ জানিয়েছেন, আগামী কয়েক দিন দেশে টানা বৃষ্টি হবে। দেশের উপকূলে আঘাত না করলেও ২৭ মে পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে আরও জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। অনুকূল আবহাওয়া পরিস্থিতির কারণে প্রবল ঘূর্ণিঝড়টি ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে ভোর নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পৌঁছাতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড়টি আজ সকাল ৬টায় (২৫ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছে।


এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |