নতুনভাবে আব্দুল হাদীর ৪৫টি গান

শনিবার, ০২ জুলাই ২০১৬ , ১২:৩৩ পিএম


নতুনভাবে আব্দুল হাদীর ৪৫টি গান

বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর পুরনো গানের মধ্য থেকে ৪৫টি গান নতুনভাবে প্রকাশিত হচ্ছে। তার গানে বেশিভাগই কালজয়ী চলচ্চিত্রের গান।

বিজ্ঞাপন

তার চাটি অ্যালবামের এ গানগুলো প্রকাশ হবে। তার ৭৫তম জন্মদিনে সংবাদমাধ্যমকে এ কথা জানান সৈয়দ হাদী।আত্মজীবনী প্রকাশের ইচ্ছেও তার রয়েছে বলেও জানান তিনি।

সৈয়দ আব্দুল হাদী জানান, ‘পাওয়া না পাওয়া নিয়ে কখনও ভাবি না। আমি খুব সৌভাগ্যবান যে, গান গেয়ে মানুষের ভালোবাসা পেয়েছি।

বিজ্ঞাপন

তার উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে- ‘যেও না সাথী’, ‘চোক্ষের নজর এমনি কইরা’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘চলে যায় যদি কেউ’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘আছেন আমার মোক্তার’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’ প্রভৃতি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission