বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর পুরনো গানের মধ্য থেকে ৪৫টি গান নতুনভাবে প্রকাশিত হচ্ছে। তার গানে বেশিভাগই কালজয়ী চলচ্চিত্রের গান।
তার চাটি অ্যালবামের এ গানগুলো প্রকাশ হবে। তার ৭৫তম জন্মদিনে সংবাদমাধ্যমকে এ কথা জানান সৈয়দ হাদী।আত্মজীবনী প্রকাশের ইচ্ছেও তার রয়েছে বলেও জানান তিনি।
সৈয়দ আব্দুল হাদী জানান, ‘পাওয়া না পাওয়া নিয়ে কখনও ভাবি না। আমি খুব সৌভাগ্যবান যে, গান গেয়ে মানুষের ভালোবাসা পেয়েছি।
তার উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে- ‘যেও না সাথী’, ‘চোক্ষের নজর এমনি কইরা’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘চলে যায় যদি কেউ’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘আছেন আমার মোক্তার’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’ প্রভৃতি।