ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে সাবেক শিবির নেতা নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট|ঝিনাইদহ

শনিবার, ০২ জুলাই ২০১৬ , ১০:১২ এএম


ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে সাবেক শিবির নেতা নিহত

ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর কবরস্থানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরের সাবেক নেতা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ছোরা, ৩টি রামদা ও একটি চাপাতি উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহত ইবনুল ইসলাম পারভেজ ঝিনাইদহ সদরের শিবিরের সাবেক সভাপতি ছিলেন। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন। 

শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে। এ বন্দুকযুদ্ধে পুলিশের দু’কনস্টেবল আরিফ ও সামান্ত কুমার আহত হন। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 

বিজ্ঞাপন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রাতে ওই এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। এ সময় ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে পারভেজ মারা যায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission