‌‘আমার ছেলেকে কেন এভাবে গুলি করে মেরে ফেলল’

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ , ১০:২৪ পিএম


‌‘আমার ছেলেকে কেন এভাবে গুলি করে মেরে ফেলল’
সংগৃহীত ছবি

রাজধানীর সায়েন্সল্যাবে সংঘর্ষে নিউমার্কেট এলাকায় ফুটপাতের ব্যবসায়ী মো. শাহজাহান হোসেন (৩০) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে এসে ছেলেকে শনাক্ত করেন নিহতের মা আয়েশা বেগম।

নিহতের মা আয়েশা বেগম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এক ছাত্র আমাকে ফোন করে জানায় আপনার ছেলে গুলিতে আহত হয়ে পপুলার হাসপাতালে আছে। পরে আমরা পপুলারে গিয়ে জানতে পারি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমরা মর্গে এসে আমার ছেলের মরদেহ শনাক্ত করি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমরা তো গরিব মানুষ। আমার ছেলে তো রাজনীতি করত না, সে তো ফুটপাতে পাপোশ বিক্রি করত। আমার ছেলেকে কেন এভাবে গুলি করে মেরে ফেলল? আমি আমার ছেলেকে ফেরত চাই। দুপুরে দোকানে আসার কথা বলে বাসা থেকে বের হয় সে। ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ছেলেকে গুলি করে মেরে ফেলে রাখা হয়েছে।’  

নিহতের খালু মোসলেম বলেন, ‘দেড় বছর আগে বিয়ে করে শাহজাহান। তার একটি সন্তানও হয়েছিল কিন্তু সে মারা যায়। তার বাবা ইমান আলী তিনি অনেক আগেই মারা গেছেন। বর্তমানে তার মাকে নিয়ে কামরাঙ্গীরচর এলাকায় থাকে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘সন্ধ্যার পর গুরুতর আহত অবস্থায় পপুলার হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে এক যুবককে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা বা নাতিপুতি’ বলা হয়েছে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে রাজধানীজুড়ে। 

বিজ্ঞাপন

এবার সেই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার এ ঘটনায় ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিন রাজধানী দিনভর উত্তপ্ত ছিল। ছাত্রলীগ পুলিশ এবং ও কোটা বিরোধীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হয়েছেন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission