• ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
logo

৩ কলেজের সংঘর্ষে আহত ১৫ শিক্ষার্থী ঢামেকে

আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২৪, ১৫:৩৪

রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন। এ সময় কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অনেকে আহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরের এ ঘটনায় আহত ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।

আহতদের মধ্যে রয়েছেন, সোহরাওয়ার্দী কলেজের রাজীব (১৯), শাহেদুল (২০), কবি নজরুল সরকারি কলেজের অনুপম দাস (২৩), রানা (২০), সুমন (২২), মারুফ (১৯), হাসিনুর (১৯), আরাফাত (১৯), এ ছাড়া সলিমুল্লাহ কলেজের রুমান (১৯), ইম্পেরিয়াল কলেজের হুমায়ুনসহ (২০) আরও বেশ কয়েকজন। দেওয়া হচ্ছে। তাদের বেশির ভাগই মাথায় আঘাত রয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আরটিভি/এআর/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ শিক্ষার্থীদের বাধা দিয়েছে, তবে সংঘর্ষে জড়ায়নি: তথ্য উপদেষ্টা
সোহরাওয়ার্দীর পর কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা
সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মাহবুবুর রহমান মোল্লা কলেজ
শিক্ষার্থীদের সংঘর্ষে কেউ নিহত হয়নি: ডিএমপি