উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে গণ-অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ , ০৮:০৩ পিএম


গণ-অভ্যুত্থানে আহতরা
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতরা উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন। তাদের দাবি, বিএসএমএমইউ হাসপাতালে তারা উন্নত চিকিৎসা পাচ্ছেন না, তাই সড়কে নেমেছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

গণ-অভ্যুত্থানে আহত রাকিবুল গণমাধ্যমকে বলেন, আমি চট্টগ্রামে আন্দোলনের সময় আহত হয়েছি। আমরা দেশ স্বাধীন করলাম, অথচ আমাদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমরা হাসপাতল পরিচালকের পদত্যাগ চাই।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.