শাহবাগ অবরোধ করে জুলাই বিপ্লবের আহতদের বিক্ষোভ 

আরটিভি নিউজ 

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:১১ পিএম


শাহবাগ অবরোধ করে জুলাই বিপ্লবের আহতদের বিক্ষোভ 
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই বিপ্লবে আহতরা।

বিজ্ঞাপন

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এর ফলে শাহবাগ মোড় ঘিরে থাকা সবগুলো সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, আহতদের দুটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। 

বিজ্ঞাপন

আর যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদের ১৫ হাজার টাকা মাসিক এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নেরও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। তারা বলছেন, আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শান্তির বিধান করতে হবে।

এ ছাড়া আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল-ফ্রি হটলাইন চালুর দাবিও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission