ঢাকা

গাবতলীতে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫ , ০৪:৪৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর গাবতলীতে একটি বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে শাহী মসজিদের পাশের বস্তিতে এ আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি বলেন, রাত ৩টা ৮ মিনিটে আমাদের কাছে খবর আসে গাবতলী শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে একে একে ৮টি ইউনিট পাঠানো হয়েছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিভাবে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, ফায়ার ফাইটারকে ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতার জন্য ঘটনাস্থলে এসেছে সেনাবাহিনীর সদস্যরা। আগুনে এরই মধ্যে বস্তির একাধিক ঘর পুড়ে গেছে। বস্তিটির পাশে রয়েছে ইউরোপিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাস। আগুন ছড়িয়ে পড়লে ক্যাম্পাসটিতে আগুন লাগার আশংকা করছেন স্থানীয়রা।

তবে, ফায়ার সার্ভিসের এক হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়, ভোর ৪টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |