শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ০৯:৪২ পিএম


শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী
ছবি: সংগৃহীত

আর মাত্র কদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। আর এ উৎসব উদযাপনে অনেকে এরই মধ্যে নতুন পোশাক কিনেছেন। কিন্তু যারা কিনতে পারেননি, তারা এখনও ছুটছেন মার্কেটে মার্কেটে। শেষ মুহূর্তের এই কেনাকাটায় রাজধানীর বিপণিবিতানগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর নিউমার্কেট, গুলিস্তান, মিরপুর, ফার্মগেট, মোহাম্মদপুরসহ বিভিন্ন মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, নতুন পোশাক, জুতা, প্রসাধনী ও জুয়েলারির দোকানগুলোতে সকাল থেকেই আসছেন ক্রেতারা। দুপুর গড়াতেই এই ভিড় আরও বাড়তে থাকে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই ক্রেতাদের ভিড় বহুগুনে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন।

বিজ্ঞাপন

মোহাম্মদপুরে আল-আমিন নামে এক বেসরকারি চাকরিজীবীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশির অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক, জুতা কিংবা অলংকার। আমিও তাই রোজার শুরু থেকে এবার তালিকা করে রাখি কী কী কিনতে হবে। এর মধ্যে অনেক কিছু কিনেও ফেলেছি। বাকি আছে শুধু নিজের জন্য জুতা ও বোনের জন্য থ্রি-পিস কেনা। সেজন্যই আজ এসেছি অফিস শেষ করে কেনাকাটা করতে।

ফার্মগেটে কথা হয় মঞ্জুরুল ইসলাম নামে আরেক বেসরকারি চাকরিজীবীর সঙ্গে। 

বিজ্ঞাপন

তিনি বলেন, শুক্রবার (২৮ মার্চ) থেকেই শুরু হয়ে যাচ্ছে ঈদের ছুটি। আজ (২৭ মার্চ) শেষ কর্মদিবস হওয়ায় ভাবলাম পরিবারের জন্য যা যা কেনা দরকার, কিনে ফেলি। তাই অফিস থেকে সোজা এখানে এলাম। এখন সাধ্য অনুযায়ী কেনাকাটা করব।

সরকারি-বেসরকারি চাকরিজীবী কিংবা ব্যবসায়ীদের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষও নাড়ির টানে বাড়ি ফেরার আগে সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের কেনাকাটা। গুলিস্তানে দেখা গেল তেমনই চিত্র।

Capture

জুরাইন থেকে ঈদের কেনাকাটা করতে এসেছেন রিকশাচালক আব্দুস সাত্তার। 

তিনি বলেন, আমি গরিব মানুষ। রিকশা চালিয়ে খাই। পুরো মাস রিকশা চালিয়ে কিছু টাকা জমিয়ে শেষ মুহূর্তে এসেছি কেনাকাটা করতে। কেনাকাটা বলতে ৫ বছর বয়সী ছেলের জন্য একটা শার্ট আরেকটা প্যান্ট কিনব। আর কিছু না। তবে আমার কাছে দাম একটু বেশি মনে হচ্ছে। এ কারণে দরদাম করছি। 

৭ বছর বয়সী আলেয়া লাল টুকটুকে ফ্রক কিনতে ফুচকা বিক্রেতা বাবার সঙ্গে এসেছে নিউ মার্কেটে। প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সে জানায়, তার বাবা সারামাস ব্যবসার কাজে ব্যস্ত থাকে। এ কারণে মার্কেটে আসা হয় না। আজ এসে সাড়ে সাতশ টাকা দিয়ে সে ফ্রক কিনেছে। ঈদের দিন সেটাই পরে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হবে।   

ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি বছরই ঈদের এক সপ্তাহ আগে থেকে বিক্রি বেড়ে যায়। সেই হিসেবে এখন আর বেশিদিন বাকি নেই। তাই শেষ মুহূর্তে ক্রেতারা মার্কেটে এসে পছন্দের সামগ্রী কিনে নিচ্ছেন। আর ক্রেতাদের ভিড় বেশি হওয়ায় দরদামও খুব একটা বেশি করা যাচ্ছে না। তবে এর মধ্যে যা বিক্রি হচ্ছে, তাতে তারা সন্তুষ্ট।

একইসঙ্গে তারা বলছেন, ঈদ কেনাকাটার এই ভিড় থাকবে চাঁদ রাত পর্যন্ত। আর তারপরই তারা সবার মতো নাড়ির টানে বাড়ির পানে ফিরবেন। 

আরটিভি/আইএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission