বাগেরহাটের মোরেলগঞ্জে অজ্ঞাতনামা যুবকের (২২) গাছের সঙ্গে ঝুলন্ত রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের জামুয়া গ্রামের মনিন্দ্রনাথ হালদারের বাগান থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ ।
এলাকাবাসী জানান, গাছের সঙ্গে বাঁধা ওই যুবকের পরনে কালো রংয়ের প্যান্ট এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে গাছের সঙ্গে রক্ত মাখা গেঞ্জি এবং জামা পাওয়া গেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
যুবকটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ঘটনার মোটিভ উদ্ধার করতে পুলিশ কাজ শুরু করেছে বলে তিনি জানান।
জেবি