• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মনির হোসেন (৩৫)।  শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গুবিষয়ক ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। মৃত মনির টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেটবাড়ি এলাকার মো. আব্দুল বাছেরের ছেলে। ডা. মহিউদ্দিন বলেন, বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মনির হোসেন। পরে রাত দেড়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি আরও বলেন, হাসপাতালে বর্তমানে ২৩ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী চার ও শিশু একজন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১২ জন। ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। আরটিভি/এমকে
১৫ নভেম্বর ২০২৪, ১৮:৪১

প্রেমের টানে শ্রীলঙ্কান যুবক বাংলাদেশে
বাংলাদেশি তরুণী সুবর্ণা আক্তারের প্রেমের টানে পটুয়াখালীতে ছুটে এসেছেন শ্রীলঙ্কার যুবক দিলশান মাদুরাঙ্গা। সম্প্রতি তিনি পটুয়াখালীর দশমিনায় আসেন। বৃহস্পতিবার সামাজিক ও ইসলাম ধর্মের রীতি অনুসারে পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়। শুক্রবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা থানার ওসি মো. আবদুল আলীম। জানা যায়, পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য গছানী গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন সিকদারের মেয়ে সুবর্ণা গত পাঁচ বছর আগে কাজের সন্ধানে জর্ডানে যান। সেখানে গিয়ে তিনি একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন। একই পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে কাজ করতেন দিলশান মাদুরাঙ্গা। কাজের সুবাদে পরিচয় হয় তাদের, পরে তাদের মধ্যে দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্ক চলে। দিলশান মাদুরাঙ্গা শ্রীলঙ্কার কুরুনাগাল জেলার দুমমলচুরিয়া থানার ন্যাবটাকা উডুবাগদা গ্রামের লাকমালের ছেলে। গত এক মাস আগে নিজ গ্রামের বাড়িতে চলে আসেন সুবর্ণা।  দেশে ফিরলেও দিলশান মাদুরাঙ্গার সঙ্গে তার যোগাযোগ ছিল। গত ৬ নভেম্বর সকালে দিলশান মাদুরাঙ্গা ওরফে দিলশান ইসলাম পটুয়াখালী আসেন। সেখানে সুবর্ণা তাকে রসিব করে। সেখানে উভয়ের সম্মতিতে ৭ নভেম্বর পটুয়াখালী নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে বিবাহ হয়। পরে একই দিনে সুবর্ণার গ্রামের বাড়ি বাশবাড়িয়া ইউনিয়নের মধ্য বাঁশবাড়িয়া ইসলামি শরিয়াহ মতাবেক বিবাহ সম্পন্ন হয়। শ্রীলঙ্কান পাত্র দিলশান মাদুরাঙ্গা ওরফে দিলশান ইসলাম বলেন, ‘আমরা দুজন একই গার্মেন্টসে কাজ করতাম। সেখানেই আমাদের পরিচয় হয়। গত পাঁচ বছরের সম্পর্ক, আমাদের পরিবার আমাদের সম্পর্কের বিষয়ে জানেন এবং তাদের সম্মতিতে বিবাহ করেছি।’ সুবর্ণার বাবা নিজাম উদ্দিন সিকদার বলেন, ‘আমার মেয়ের সুখেই আমার সুখ। এখানে আমার কিছুই বলার নাই। তবে দোয়া করি ওরা যাতে ভালো থাকে।’ এ বিষয়ে দশমিনা থানার ওসি মো. আবদুল আলীম বলেন, ‘আমরা শুনেছি শ্রীলঙ্কার এক নাগরিক প্রেমজনিত কারণে দশমিনায় এসেছেন। কিন্তু তার নাম-ঠিকানা কিছুই জানি না।’ আরটিভি/এমকে/এআর
০৮ নভেম্বর ২০২৪, ২২:৪৩

মাদকবিরোধী অভিযান: ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু
নিখোঁজের দুদিন পরে পটুয়াখালীর লাউকাঠী নদী থেকে আল-আমিন খন্দকার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (৮ নভেম্বর) ভোরে পৌর শহরের উত্তর পারে লাউকাঠী নদীর লাউকাঠী ইউনিয়নের সরকারি গোডাউন ঘাট সংলগ্ন তার মরদেহ ভেসে ওঠে।  প‌রে স্থানীয়রা থানায় খবর দি‌লে পু‌লিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। আল-আমীন পটুয়াখালী সদর উপ‌জেলার ইটবাড়িয়া ইউনিয়নের মৃত খালেক খন্দকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে সাদা পোশাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ধাওয়ায় পটুয়াখালী ব্রিজের পশ্চিম পাশের তুলাতলায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন আল-আমিন।  এ বিষয়ে সদর থানার ওসি মো. ইম‌তিয়াজ মাহমুদ ব‌লেন, ‘মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের হন‌্য ম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে। অপমৃত‌্যুর একটি মামলাও দা‌য়ের করা হ‌য়ে‌ছে।’ আরটিভি/এমকে
০৮ নভেম্বর ২০২৪, ২০:৫৯

আড়িয়াল খাঁ নদে ভেসে ছিল অজ্ঞাত যুবকের মরদেহ
মাদারীপুরে শিবচরে আড়িয়াল খাঁ নদের পাড়-সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিক উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড়-সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে স্থানীয়রা কলাতলা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শিবচর থানার ওসি মোখতার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশ পৌঁছে লাশটি উদ্ধার করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এএএ/এসএ
০৮ নভেম্বর ২০২৪, ১৫:১৯

কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। নূর মোহাম্মদ নামে ওই যুবকের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার গভীর রাতে দাউদকান্দি উপজেলার চারিপাড়া চৌমুনী বাজারের সরকার মার্কেট নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ (৪০) দাউদকান্দি উপজেলার চারিপাড়া এলাকার মৃত মোফাজ্জর আলীর ছেলে।  বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ করিম খান। পুলিশ জানায়, দাউদকান্দি উপজেলার চারিপাড়া এলাকার সরকার মার্কেটের সরকার কসমেটিক্স ও রেন্ট কার নামক দোকানের মালিক নূর মোহাম্মদের কাছে একটি বিদেশি পিস্তল আছে— এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। উপপুলিশ পরিদর্শক নিংওয়াই মারমার নেতৃত্বে চলা এ অভিযানে অস্ত্রসহ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ করিম খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আমরা নূর মোহাম্মদকে অস্ত্রসহ গ্রেপ্তার করি। তার নামে আগের কোনো মামলা নেই। তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আরটিভি/এএএ/এসএ  
০৬ নভেম্বর ২০২৪, ২০:১০

ডাকাতদের চিনে ফেলায় যুবককে হত্যা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সোমবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় বাড়ি মালিকের ছেলেকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। পরে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে ডাকাত দল। সোমবার রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের সুপারী ব্যবসায়ী শফি উদ্দিনের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলেফ উদ্দিন (৩৫)। খবর পেয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সানোয়ার হোসেনসহ পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  বাড়িটির মালিক শফি উদ্দিন বলেন, আনুমানিক রাত ২টার দিকে ১০ থেকে ১২ জনের মুখোশ পড়া সশস্ত্র ডাকাত দল রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। বাড়িতে ঢুকেই তারা শফি উদ্দিন তার স্ত্রী হাসিনা বেগম, ছেলে আলেফ উদ্দিন, আনিছুর রহমান এবং ছেলের বউ সোমাইয়া বেগমসহ সকলের হাত পা মুখ বেঁধে মারধর করে টাকা ও স্বর্ণালংকার কোথায় আছে দেখিয়ে দিতে বলে। একপর্যায়ে তারা ড্রয়ারে রাখা ১০ থেকে ১২ হাজার টাকা, পাঁচ থেকে ছয় ভরি স্বর্ণালংকার এবং মহিলাদের শরীরে থাকা আরও দুই থেকে তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় আমার ছেলে আলেফ ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় তাকে বেদম মারপিট করে মুখে কাপড় গুজে দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে তারা টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।  শফি উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম বলেন, তারা টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পরও আমার চোখের সামনে আমার ছেলেকে মারধর করে নাক মুখ গলাচেপে হত্যা করেছে। প্রশাসনের কাছে অনুরোধ আমার ছেলের হত্যাকারীদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয়।   ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সানোয়ার হোসেন বলেন, ‘এসপি মহোদয়সহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির ঘটনায় নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো এবং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’   কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত দল রান্না ঘরের জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। বাড়ির মালিকের ছেলে আলেফ উদ্দিন হয়তো ডাকাতদের চিনতে পেরেছে। সে কারণে ডাকাতরা তাকে মেরে ফেলতে পারে। পুলিশ অনুসন্ধান করে এই সংঘবদ্ধ ডাকাত দলকে গ্রেপ্তারের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’ আরটিভি/এমকে
০৫ নভেম্বর ২০২৪, ১৫:১৬

শ্বশুর বাড়িতে যুবকের মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মনছুর আলম (৩৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার শাকপুরা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের ইয়াছিন তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।   মঙ্গলবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাফেদুল ইসলাম। নিহত মনছুর আলম পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার মৃত ইমাম শরীফের ছেলে। তিনি কয়েকদিন আগে শাকপুরায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন।  স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন বলেন, ‘শ্বশুর বাড়িতে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মনছুর আলম। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাফেদুল ইসলাম বলেন, ‘মনছুর নামের এক যুবককে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে।’ আরটিভি/এমকে
০৫ নভেম্বর ২০২৪, ১২:৩৮

প্রকাশ্যে নারীকে পিটিয়ে হত্যা, যুবক আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম নিলুফা বেগম (৫৫)। এ ঘটনায় শান্ত (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  সোমবার (৪ নভেম্বর) ফতুল্লা মডেল থানার গাবতলী হালিম মিস্ত্রীর বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম। নিহত নিলুফা বেগম কুমিল্লার দাউদকান্দি থানার নৈয়ার বাজারের মৃত গণি মিয়ার স্ত্রী।  তিনি ফতুল্লার গাবতলী নতুন বাজার হালিম মিস্ত্রীর বাড়িতে একাই ভাড়া থাকতেন। একই সঙ্গে মাসদাইর সুমন গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতেন।  আটক শান্ত কুমিল্লার হোমনা থানার অনন্তপুর পশ্চিমপাড়ার শামীম মিয়ার ছেলে। নিহত নিলুফার ছেলে নাছির বলেন, ‘সকালের দিকে মা রান্নার সময় দেখতে পান শান্ত তার হাতে থাকা লাঠি দিয়ে জানালার গ্লাস ভাঙচুর করছেন। এতে মা বাধা দিলে শান্ত ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা লাঠি দিয়ে মায়ের মাথায় ও শরীরে আঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ এ বিষয়ে ওসি শরিফুল ইসলাম বলেন, ‘কেন হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। আটক যুবক কেন ওই বাসায় গিয়ে ভাঙচুর করছিলেন সে বিষয়ে জানার চেষ্টা চলছে। তবে শান্ত মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করছেন।’ আরটিভি/এমকে-টি
০৪ নভেম্বর ২০২৪, ১৮:০২

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তৈয়ব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।   রোববার (৩ নভেম্বর) উপজেলার বিএমচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পুচ্ছালিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তৈয়ব একই এলাকার সাহাব মিয়ার ছোট ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।    স্থানীয়রা জানান, রোববার সকালের দিকে বসতভিটা লাগোয়া ইটের তৈরি নির্মিত দোকানঘরে মোটরের পাইপ দিয়ে পানি দিচ্ছিল। ওই সময় তার মাথার ওপরে দুই ফুট উঁচুতে পল্লীবিদ্যুৎ লাইনের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।   চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আরটিভি/এমকে-টি
০৩ নভেম্বর ২০২৪, ২৩:৪১

কুমিল্লায় ডাকাতের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু
কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের হামলায় এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।  শনিবার (২ নভেম্বর) রাতে আবিদপুর উত্তর পাড়া পাটোয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত রফিক ওই এলাকার মো. হাবু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, শনিবার রাতে আবিদপুর গ্রামে একদল ডাকাত হানা দেয়। এ সময় রফিক ডাকাত দেখে চিৎকার করে। এতে গ্রামবাসী সজাগ হলে ডাকাতদল পালিয়ে যায়। তবে ডাকাত পালিয়ে গেলেও সে সময় রফিককে খুঁজে পায়নি গ্রামবাসী। রোববার সকালে স্থানীয়রা পার্শ্ববর্তী বেগুনখেতের পাশ থেকে রফিকের মরদেহ উদ্ধার করে। ডাকাতদের দেখে ফেলায় রফিককে হত্যা করা হয় বলে স্থানীয়দের ধারণা। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে।  আরটিভি/এএএ
০৩ নভেম্বর ২০২৪, ১০:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়