• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

হিলিতে জুয়া খেলার অপরাধে চারজনকে জরিমানা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২০, ১১:৫৪
gambling,Healy
ছবি সংগৃহীত

দিনাজপুরের হিলিতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে চার জুয়াড়িকে দুইশ টাকা করে অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে হিলি বাজারের খাদ্যগুদামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম এই দণ্ড দেন।

এ সময় সেখানে হাকিমপুর থানার (ওসি তদন্ত) মোস্তাফিজার রহমান, এসআই বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, জুয়া খেলা চলছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশের সমন্বয়ে হিলি বাজারের খাদ্যগুদাম চত্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে দুইশ টাকা করে জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো রেজাউল করিমের ছেলে সাখাওয়াত হোসেন (২৮), আলতাব শেখের ছেলে হায়াত শেখ (২৬), হাবিবুর রহমানের ছেলে সাঈদ হাসান (২৭), মৃত খাজা মিয়ার ছেলে গোলাম মোস্তফা (২৫)। তাদের সবার বাড়ি হিলির বিভিন্ন এলাকায়।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে আলু-পেঁয়াজের দাম
হিলিতে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
হিলিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন
ফেসবুকে ত্রুটি, মেটাকে ৩ হাজার ১৫৬ কোটি টাকা জরিমানা