লেবাননে নিহত রেজাউলের আকদ হলেও বিয়ে হলো না
লেবাননের বৈরুতে বিস্ফোরণে নিহত বাংলাদেশিদের মধ্যে একজন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মাবধপুরের রেজাউল শিকদার।
মৃত্যুর সংবাদ শোনার পর তার গ্রামের বাড়িতে চলছে মাতম। নয় বছর আগে ভাগ্য পরিবর্তন করতে রেজাউল শিকদার লেবাননে পাড়ি জমান। চলতি বছরের মার্চে দেশে এসে বিয়ে করার কথা ছিল তার। কিন্তু করোনার কারণে পিছিয়েছে দেশে আসা। মোবাইল ফোনে আকদ হয়েছিল তার।
রেজাউল বাড়ি আসবে, বিয়ে করবে একথা বলে হাউমাউ করে কাঁদছিল তার মা-বাবা ও ভাই-বোনেরা।
বাড়ি এসে বিয়ে করবে সেজন্য রেজাউল একটি বাড়িও তৈরি করেছিল। রেজাউলের এমন মৃত্যুতে শোকাহত গ্রামবাসীও। মৃত্যুর সংবাদ জানার পর থেকে শত শত মানুষ ভিড় করছেন বাড়িটিতে
লেবাননে একটি পেট্রল পাম্পে কাজ করতেন তিনি। বিস্ফোরণ ঘটার কাছেই ছিল পাম্পটি।
পরিবারের শেষ চাওয়া, রেজাউলের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করার। সরকারের সহযোগিতা চাইলেন পরিবারটি।
রেজাউলরা দুই ভাই ও দুই বোন। ছোট ভাই মাহবুব শিকদারও লেবাননে থাকেন। মাহবুবের কর্মস্থল দূরে থাকায় তিনি সুস্থ রয়েছেন। পরিবারের আয়ের উৎস ছিলেন এই দুই ভাই।
জেবি
মন্তব্য করুন