• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

নৌকায় অশ্লিল নৃত্য, আটক ১৫

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ আগস্ট ২০২০, ২১:২০
Gurudaspur police have arrested 15 people, including two dancers, while they were having fun with a boat dancer in Chalanbil Bilsha area of ​​Gurudaspur upazila.
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিল বিলশা এলাকায় নৌকায় নর্তকী নিয়ে ফুর্তিকালে দুই নর্তকীসহ ১৫ জনকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলশা এলাকা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে আটকদের আদালতের মাধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, চলনবিল এলাকায় প্রতিদিন নৌকায় উচ্চ স্বরে গান-বাজনা ও মেয়েদেরকে দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। আটকদের নামে মামলা করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, চলনবিলের তাড়াশ অংশ কড়া নজরদারিতে রয়েছে। এসব এলাকায় কোনোভাবেই অসামাজিক কর্মকাণ্ড করতে দেয়া হবে না।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইঁদুর মারার বিষ খেয়ে ২ শিশুর মৃত্যু
ঈদে স্ত্রীকে মাংস কিনে খাওয়াতে না পারায় চিঠি লিখে আত্মহত্যা