চট্টগ্রাম মেডিক্যালের অস্ত্রপচার কক্ষের (ওটি) সামনে জুতার বক্সে অজ্ঞাতনামা আনুমানিক আড়াই বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির গায়ে তোয়ালে পেঁচানো ছিল।
বিজ্ঞাপন
শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে চমেকের ২১ নাম্বার ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইয়া আরটিভি অনলাইনকে জানান, কে বা কারা তোয়ালে পেচিয়ে অজ্ঞাতনামা আড়াই বছরের কন্যা শিশুর মরদেহটি ৪ তলার ২১ নাম্বার ওয়ার্ডের অস্ত্রপচার কক্ষের সামনে রেখে যায়। পরে খবর পেয়ে মরদেহটি পুলিশ উদ্ধার করে।
বিজ্ঞাপন
এসজে