• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

মায়ের লাশ হাসপাতালে, ছেলে গেলো আদালতে!

স্টাফ রিপোর্টার, রাজশাহী, আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৪
ছেলে গ্রেপ্তার মা
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও স্বজনদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ৪৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মৃত পারুল বেগমের (৬৫) ছেলে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুপুরে তার বিরুদ্ধে ইন্টার্ন চিকিৎসকদের মারধরের মামলা করেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠিয়েছে নগরীর রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলামের বাড়ি রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকায়।

মৃত পারুল বেগম মুক্তিযোদ্ধা ইসাহাক আলীর স্ত্রী। ইসাহাক আলী অভিযোগ করে বলেন, তার স্ত্রীর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগছিলেন।হাসপাতালে ভর্তি হওয়ার পরও আমার স্ত্রী চিকিৎসার অবহেলায় মারা যান।

জানা গেছে, বুধবার ভোরের দিকে বুকে ব্যথা বাড়লে সকাল আটটায় রাকিবুলের মা পারুল বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ৪৬ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যান তিনি। তার মৃত্যুর পর ছেলে রাকিবুল ওই ওয়ার্ডে কর্তব্যরত শিক্ষানবীশ চিকিৎসকদের ওপর চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে চড়াও হন।

এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় ওয়ার্ডের অন্যান্যরা রাকিবুলকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাকিবুলকে আটক করে রাজপাড়া থানায় নিয়ে যায়। ঘটনার পর শিক্ষানবীশ চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসেন হাসপাতাল পরিচালক। পরে মামলার সিদ্ধান্ত হয়।

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মনন কান্তি দাস বলেন, রোগী মারা যাওয়ার পর তাঁর স্বজনেরা ওয়ার্ডের ভেতরে চিৎকার করছিলেন। তারা কর্তব্যরত নার্সদের উদ্দেশে বাজে কথা বলছিলেন। এ সময় একজন চিকিৎসক তাদের বাইরে যেতে বলেন। তখন মৃত বৃদ্ধার ছেলে রাকিবুল ইসলাম চিকিৎসকের গায়ে হাত তোলেন। উপস্থিত দুজন ইন্টার্ন চিকিৎসক ঠেকাতে যান। পরিস্থিতি বেগতিক হলে পরে পুলিশ এসে রাকিবুলকে ধরে নিয়ে যায়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান আরটিভি নিউজকে জানান, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন তিনজনের নামসহ মোট ছয়জনকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাকিবুলকে আদালতে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্জুনের কঠিন রোগের নেপথ্যে মালাইকা!
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পেল নতুন পরিচালক
দরিদ্র দেশগুলোতে বিক্রয় হচ্ছে নিম্নমানের পণ্য
বাউফলে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু