নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

‘কারও না কারও অবহেলা জনিত কারণেই এ দুর্ঘটনা ঘটেছে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ , ০৯:২৮ পিএম


Baitus Salat Jame Mosque on the west floor of Fatullah in Narayanganj
পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদ

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন পেশ করেছে। বাকি আরও চারটি তদন্ত কমিটির তদন্ত কাজ শেষদিকে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এমনটা জানিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে যে মামলা করেছে তাতে কোনও আসামীর নাম নেই। তদন্ত কমিটিগুলো যাদের দোষী সাব্যস্ত করবে তারাই হবে এ মামলার আসামী। মামলার এজাহারে অবহেলার বিষয়টি তুলে ধরা হয়েছে। কারও না কারও অবহেলা জনিত কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। 

পুলিশ সুপার বলেন, অন্য সবকটি কমিটির তদন্ত শেষের দিকে।  সন্দেহভাজনরা পুলিশের নজরদারিতে রয়েছে। তদন্ত শেষ হলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান খাদিজা তাহেরা ববি জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করা হবে

এনএম/এসএস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission