চোখের পলকে যমুনার গর্ভে বিলীন মসজিদটি
সিরাজগঞ্জের যমুনা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নদীভাঙন। আবারও ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার পাঁচঠাকুরী এলাকায়।
গত চার দিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। ফলে যমুনা নদী যেন আগ্রাসী হয়ে উঠেছে। নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তীব্র নদীভাঙন।
শনিবার দুপুরে যমুনার হঠাৎ করেই সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকার ভাঙন দেখা দেয়। প্রবল স্রোত আর ঘূর্ণাবতের কারণে মুহূর্তের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যায় পাঁচঠাকুরী এলাকার একটি মসজিদ। হুমকির মুখে পড়েছে পাঁঠাকুরী, পাড় পাচিল, মাছুয়াকান্দিসহ বেশ কয়েকটি এলাকা। এ সময় ভাঙনকবলিতদের আহাজারি ছাড়া আর কিছুই করার ছিল না।
ভাঙন আতঙ্কে অনেকেই ঘর-বাড়ি সরিয়ে নিচ্ছে যাচ্ছে। এলাকাবাসীর দাবি ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করার। গত ২৫ জুলাই বন্যায় যমুনা নদীর ভাঙনে পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে যায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত সিমলা স্পার বাঁধ।
জেবি
মন্তব্য করুন