সিংড়ায় বন্যা পরিস্থিতির অবনতি, মৎস্য ও কৃষির ব্যাপক ক্ষতি (ভিডিও)
নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিংড়া পৌর এলাকার ১৬টি ওয়ার্ডে বন্যার পানি প্রবেশ করেছে। উপজেলা পরিষদ, থানা, সাব রেজিষ্টার, ভূমি অফিস, সিংড়া বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পোস্ট অফিসসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বন্যার পানি ঢুকেছে।
সিংড়া-বলিয়াবাড়ি সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। সকালে প্রবল সোতে সড়ক ভেঙে গেছে। শোলাকুড়া মহল্লায় মাদরাসাসংলগ্ন এলাকায় রাস্তা ধসে পানি প্রবাহিত হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধিদের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে প্রয়োজনীয় বালির বস্তা সরবরাহ নেই বলে জানান স্থানীয়রা। তারা এ ভাঙনের জন্য সড়ক ও জনপথ বিভাগের গাফিলতিকে দায়ী করছেন।
আত্রাই নদীর পানি ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর এলাকার ১৬টি ওয়ার্ডে বন্যার পানি প্রবেশ করেছে। প্রায় ৫০ হাজার পরিবার পানিবন্দি। অপরদিকে উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি। ১৬ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পৌরসভার ৯ টি আশ্রয় কেন্দ্রে আট শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে।
উপজেলা কৃষি ও মৎস্য অফিস জানিয়েছে, দ্বিতীয় দফা বন্যায় ২৫শ’ হেক্টর রোপা আমন, ১০ হেক্টর সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বন্যায় ভেসে গেছে ১৮শ’ পুকুর।
জেবি
মন্তব্য করুন