কিশোরী অন্তঃসত্ত্বা হতেই টালবাহানা শুরু বাবুর

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ , ০৩:২৮ পিএম


Babur started, babbling as a teenager, rtv news
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃতরা

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বাবু নামের এক যুবক। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর বিয়ের চাপ দিতেই টালবাহানা শুরু করে বাবু। পরে ভিকটিম নিজে বাদী হয়েই একটি ধর্ষণ মামলা করে। পরে এক ইউপি সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

সত্যনগর এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সত্যনগর গ্রামের ধর্ষক ফজলুল করিম বাবু, তার মা রেজিয়া বেগম, বোন রাবেয়া আক্তার মুক্তা, স্থানীয় সালিশদার আবুল হোসেন ও নুরুল করিম চৌধুরী সাজু। তাদের মধ্যে নুরুল করিম চৌধুরী সাজু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও মহামায়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

বিজ্ঞাপন

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ আরটিভি নিউজকে জানান, সত্যনগর গ্রামের মুদি দোকানি ফজলুল করিম বাবু কয়েক মাস আগে মহামায়া ইউনিয়নের এক কিশোরীকে বিয়ে করার আশ্বাস দিয়ে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর মেয়েটি বিয়ের জন্য চাপ দিতেই টালবাহানা শুরু করে বাবু। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য সবুজসহ কয়েকজন মাতব্বর সালিশ-মীমাংশার মাধ্যমে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

জানা যায়, ভিকটিম বিয়ের দাবি নিয়ে বাবুর বাড়ি গিয়েছিলো। সেখানে তাকে মারধর করে বাবুর পরিবারের সদস্যরা। কোথাও বিচার না পেয়ে কিশোরী নিজেই বাদী হয়ে গতকাল মঙ্গলবার ছাগলনাইয়া থানায় আটজনকে এজাহার নামে আসামি করে মামলা করেন। রাতে অসুস্থ ভিকটিমকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission