অনিয়ম আর চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে কুমিল্লার মুরাদনগরের উপজেলার উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো।
কাগজে কলমে হাজির থাকলেও বাস্তবে কোনো চিকিৎসকের দেখা মেলে না কুমিল্লার মুরাদনগর উপজেলার ৫টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে।
সরকারের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে চালু করা হয় এসব উপ-স্বাস্থ্যকেন্দ্র। নিয়োগ দেয়া হয় দক্ষ চিকিৎসকও। কিন্তু কে শোনে কার কথা। হাজিরা খাতায় চিকিৎসকের শতভাগ উপস্থিতি। বাস্তবের খাতায় শূন্য।
এলাকাবাসী সবশেষ কবে চিকিৎসকদের চেহারা দেখেছেন তা মনে করাই এখন দুষ্কর। আর এর ফলে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মুরাদনগরের প্রায় দু’লাখ মানুষ।
বাঙ্গরা উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. সাদিয়া বিনতে মোমেন প্রশিক্ষণ ছুটি, হায়দরাবাদ উপ-কেন্দ্রের চিকিৎসক ওমর খালেদ ফয়সাল, জাহাপুর উপ-কেন্দ্রের চিকিৎসক ডা. মাহমুদা খানম ও গান্ধ্রা উপ-কেন্দ্রের চিকিৎসক ফেরদৌসি আহাম্মদ প্রেষণে অন্য কর্মস্থলে কাজ করছেন। আর নগরপাড় উপ-স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জাকির হোসেন মাঝে-মধ্যে কর্মস্থলে আসেন।
এদিকে গেল ১ বছরে চিকিৎসকদের এমন অনিয়মে, চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে এলাকাবাসীর। চিকিৎসার জন্য তাদের ছুটতে হচ্ছে শহরে।
এলাকাবাসীর দাবি,বন্ধ হবার উপক্রম উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো বাঁচাতে সরকার দ্রুত ব্যবস্থা নেবে।
আরকে/এসএস