উত্তরাঞ্চলে কমছে দারিদ্র্য

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১২ মার্চ ২০১৭ , ০৪:৫৮ পিএম


উত্তরাঞ্চলে কমছে দারিদ্র্য

রংপুরের বিস্তীর্ণ বালুচরে কৃষি জৈব প্রযুক্তির সহায়তায় সবজির আবাদ করে ভাগ্য পরিবর্তনে সমর্থ হয়েছেন নদীভাঙ্গন কবলিত ভূমিহীনরা।

বিজ্ঞাপন

তিস্তা নদীর প্রবল ভাঙ্গনের পর শুষ্ক মৌসুমে জেগে উঠে বিস্তীর্ণ চর। রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার তিস্তার বিস্তীর্ণ চরে থাকছেন সর্বস্ব হারানো মানুষরা। দারিদ্র্য এসব অসহায় মানুষের একসময়ের নিত্য দিনের সঙ্গী হলেও সরকারের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় পাল্টে গেছে সে চিত্র। 

জৈব সারসহ সরকারের উদ্ভাবিত নতুন কৃষিপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বালু চরে ফলানো হচ্ছে নানা সবজি। ব্যাপকভাবে আবাদ হচ্ছে মিষ্টিকুমড়া, স্কোয়াসসহ বিভিন্ন মৌসমী সবজি। চরে সবজির আবাদের ফলে একদিকে তৈরি হচ্ছে বিপুল কর্মসংস্থান। অন্যদিকে, দারিদ্র্যের হাত থেকে মুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন নদী ভাঙ্গন কবলিতরা। এর ফলে উত্তরাঞ্চলে কমে গেছে দারিদ্রতা। 

বিজ্ঞাপন

এদিকে, বিশেষজ্ঞরা মনে করেন, উন্নত জৈব সারসহ কৃষির আধুনিক প্রযুক্তি অনাবাদি চরে ছড়িয়ে দেয়া হলে সেখানে সবজির চাষ করে চরগুলোকে আবাদ উপযোগী করা সম্ভব। এছাড়া দেশের অন্যান্য বালুচরে থাকা ভূমিহীনদের উন্নয়নে উন্নত কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিলে দেশে দারিদ্র্য কমানো সম্ভব।

আরকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission