বরগুনার তালতলী ইকোপার্কে কুমিরের থাবায় রনির (২৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে । শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।
জানা যায় , দুপুরে রনি ট্যাংরাগিড়ি ইকোপার্কের কুমির প্রজনন কেন্দ্রে ভেতরে প্রবেশ করে কুমির দেখার জন্য। এসময় তিনি কুমিরের খুব কাছে চলে গেলে একটি কুমির রনিকে থাবা দিয়ে পানির ভেতরে নিয়ে যায়।
বিজ্ঞাপন
এ বিষয়ে তালতলী থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, নিহত রনির শরীরের কিছু অংশ কুমির খেয়ে ফেলে। বাকি অবশিষ্ট অংশ উদ্ধারের চেষ্টা চলছে।
এসএস