নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সব কটি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত মোহসীন-মাহাবুব পরিষদ।
গতকাল বৃহস্পতিবার রাত ১২ টায় এ ফল জানান গঠিত নির্বাচন কমিশন।
সভাপতি পদে ৭৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদ প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া। তার নিকটবর্তী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদ প্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ২৪২টি ভোট পান। সাধারণ সম্পাদক পদে ৬৯১টি ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদ প্রার্থী অ্যাডভোকেট মাহাবুবুর রহমান।
তার নিকটবর্তী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদ প্রার্থী অ্যাডভোকেট কামাল হোসেন মোল্লা ২২০ ভোট পান।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন প্রার্থী অ্যাডভোকেট বিদ্যুত কুমার সাহা। সহ-সভাপতি পদে ৬০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বরুণ চন্দ্র দে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬৮০ ভোট পেয়ে নির্বাচিত হন অ্যাডভোকেট রবিউল আমিন রনি।
কোষাধ্যক্ষ পদে ৬৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল। আপ্যায়ন সম্পাদক পদে ৬৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন মো. স্বপন ভূইয়া। লাইব্রেরি সম্পাদক পদে ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হন মাহামুদুল হক। ক্রীড়া সম্পাদক পদে ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হন সাজ্জাদুল হক সুমন। সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ৬৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন আসাদুর রহমান বিপ্লব। সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন ৬০৬ ভোট পেয়ে ইসরাত জাহান ইনা। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন রোমানা আক্তার, আবু তাহের তালুকদার, কামরুল হাসান, সিরাজুল হক মিলন ও শরীফুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ১০১৯টি ভোটের মধ্যে ১০০৪টি ভোটগ্রহণ সম্পন্ন হয়। রাত ১২টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সামসুল ভূইয়া।
জেবি