নারায়ণগঞ্জের ফতুল্লায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল মহসিনের আদালত এ আদেশ দেন।
অভিযুক্ত আব্দুল মান্নান মাসদাইর বেকারীর মোড়ের সালাউদ্দীনের বাড়ির ভাড়াটে ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার মাটি গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাসার গলিতে খেলছিলো শিশুটি। ওই সময় অভিযুক্ত আব্দুল মান্নান চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে পতেঙ্গার খেলার মাঠে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পার্শ্ববর্তী ভবন থেকে স্থানীয় লোকজন তা দেখে ছুটে এসে আব্দুল মান্নানকে আটক করে পুলিশে খবর দেয়।
ওসি আরও জানান, এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। সেই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান আরটিভি নিউজ জানান, নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় অভিযুক্ত বৃদ্ধ মান্নাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জেবি