নির্বাচনী সংঘর্ষে নিহতের ঘটনায় নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৫ ফেব্রুয়ারি ২০২১ , ০৩:০১ পিএম


নির্বাচনী সংঘর্ষে নিহতের ঘটনায় নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার
সরওয়ার কামাল মোছলেহ উদ্দিন রাজীব

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর সরওয়ার কামাল মোছলেহ উদ্দিন রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার দেখানোর পরে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে পটিয়ার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল দুপুরে কাউন্সিলর প্রার্থী সরওয়ার কামাল ও আবদুল মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুল মান্নানের ছোট ভাই আবদুল মাবুদ (৪৫) নিহত হন।

আরও পড়ুন :

বিজ্ঞাপন

এই বিষয়ে পুটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, বর্তমান কাউন্সিলর আবদুল মান্নান বাদী হয়ে রোববার রাতে মামলাটি করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামাল মোছলেহ রাজীবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জিএম / এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission