পাবনার সুজানগরে পর পর দুই দফা স্থগিতের পরে আগামী ৩১ মার্চ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণের নতুন দিন ধার্য হয়েছে।
সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা রওশন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ১৫ ডিসেম্বর এলাকার দুই ইউপি সদস্য সুজানগর পৌরসভার সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা হালনাগাদের জন্য হাইকোর্টে একটি রিট করেন।
রিটের প্রেক্ষিতে মহামান্য বিচারপতি নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেন। ২য় দফায় ৩০ জানুয়ারি নির্বাচনের তারিখ থাকলেও ২৯ জানুয়ারি আদালত আবারো নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়ে পুণ: তফসিল ঘোষণা করে নির্বাচন করার নির্দেশ প্রদান করেন। এ আদেশ অনুযায়ী নতুন তফশিল অনুযায়ী মেয়র পদে দুইজন এবং কাউন্সিলর পদে ৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।
আগামী ১৬ মার্চ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনের কার্যক্রম শুরু হবে।
এম