হাসপাতালের কেবিন থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ , ০৯:২৯ এএম


The body of the freedom fighter was recovered from the hospital cabin
হাসপাতালের কেবিন থেকে মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

হবিগঞ্জ সদর হাসপাতালের কেবিন থেকে বিরেন দাস (৬৫) নামে এক মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ মার্চ) দুপুরে ওই মরদেহ উদ্ধার করা হয়। তিনি শহরের শ্যামলী এলাকার বাসিন্দা। 

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গত পহেলা মার্চ বিরেন দাস বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের মুক্তিযোদ্ধা কেবিনে ভর্তি হন। গত মঙ্গলবার রাতে তার পরিবারের সদস্যরা কেবিনে একা রেখে বাসায় চলে যান। সকালে মুক্তিযোদ্ধার ছেলে বিজয় দাস হাসপাতালে এসে দেখতে পান তার বাবার কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। পরে পুলিশ নিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পান তার রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। কিন্তু পরিবারের সদস্যরা বিনা ময়না তদন্তে লিখিত দিয়ে মরদেহ নিয়ে যায়।

 হবিগঞ্জ সদর হাসপাতালের তত্বাবধায়ক হেলাল উদ্দিন জানান, সকাল থেকে তার রুমের ভেতর থেকে বন্ধ থাকায় দফায় দফায় নক করেও খোলা সম্ভব হয়নি। পরে পুলিশকে খবর দিয়ে দরজা খোলে দেখি তার মরদেহ পড়ে রয়েছে। বিরেন দাস দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট ও কিডনি রোগে ভুগছিলেন। 

বিজ্ঞাপন

এ ঘটনার বিষয়ে সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, পুলিশ হাসপাতালের কেবিন থেকে মরদেহ উদ্ধার করেছে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission