মামুনুলকে নিয়ে পোস্ট, সেই যুবলীগ নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৫ এপ্রিল ২০২১ , ১২:৪১ পিএম


Post on Facebook about Mamunul Haque, police case against that Juba League leader
মামুনুলকে নিয়ে পোস্ট, সেই যুবলীগ নেতার বিরুদ্ধে পুলিশের মামলা

সুনামগঞ্জের তাহিরপুরে হেফাজতের নেতা মামুনুল হকের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমাদ আহমেদ জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (০৫ এপ্রিল) সকালে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত এমাদ আহমেদ জয় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত শনিবার বিকেলে এক নারীর অশ্লীল ছবির সাথে হেফাজতের নেতা মামুনুল হকের ছবি যুক্ত করে ফেসবুক আইডিতে পোস্ট করেন এমাদ আহমদ জয়। বিষয়টি পুলিশের নজরে আসায় আমরা গত রোববার (৪ এপ্রিল) দুপুরে তাকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করি। পরে আজ সোমবার (৫ এপ্রিল) ফৌজদারি ১৫১ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাটানো হয়েছে।

বিজ্ঞাপন

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission