অটিজম বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ৩ দিনের সরকারি সফরে ভুটান রওয়ান হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (মঙ্গলবার)সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে একটি ভিভিআইপি ফ্লাইট থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করে। ভুটানের রাজধানীতে প্যারো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাকে বহনকারী বিমান অবতরন করবে ।
১৯ এপ্রিল দেশটির রাজধানীর রাজকীয় অতিথিশালায় ‘অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার’ শীর্ষক ৩দিনের এ সম্মেলন শুরু হবে।
সফরকালে প্রধানমন্ত্রী ভুটানের রাজা জিগমে খেসার ন্যামগেল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী তেসেরিং তোবগের সঙ্গে দ্বিপক্ষীয়ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
ভুটানের প্রধানমন্ত্রী ও থিম্পুতে বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে রাজ প্রসাদে নিয়ে যাওয়া হবে। সেখানে ভ’টানের রয়েল প্রিভি কাউন্সিলের চেয়ারম্যান তাকে অর্ভ্যথনা জানাবেন।
বিকালে প্রধানমন্ত্রীকে তাসিচোড জঙ্গ রাজকীয় প্রাসাদে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হবে। তাসিচোড জঙ্গ প্রাসাদের মূল ফটকে একজন ক্যাবিনেট মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। পরে তাকে গার্ড অব অনার দেয়া হবে।
প্রাসাদে ভুটানের রাজা ওয়াংচুক ও রানী জেটসান পেমার সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করবেন।
রাতে ভুটানের প্রধানমন্ত্রীর নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা।
বুধবার সকালে শেখ হাসিনা রাজকীয় অতিথিশালায় গেস্ট অব অনার হিসেবে ‘অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
জেএইচ