খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৫৬৩টি নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা পজিটিভ এসেছে। বুধবার (২৩ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, খুমেকের পিসিআর মেশিনে ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনার ১৬৫ জন রয়েছেন। এছাড়া বাগেরহাটে ১০ জন, যশোরে ৬ জন, সাতক্ষীরায় ৪ জন, নড়াইলে ৪ জন, পিরোজপুরে একজন ও ঝিনাইদহে একজন রয়েছেন।
জিএম