লকডাউনে পিকআপ ভর্তি আলুর বস্তায় ফেনসিডিল 

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৩ জুলাই ২০২১ , ০৫:৩২ পিএম


লকডাউনে পিকআপ ভর্তি আলুর বস্তায় ফেন্সিডিল 
আটককৃত আসামিরা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলু বহনকারী পিকআপ থেকে ২৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পিকআপটি জয়পুরহাট থেকে ঢাকা যাচ্ছিল।

বিজ্ঞাপন

শনিবার (৩ জুলাই) দুপুরে সিআইডির বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার শহীদ সরোয়ারদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিদেশে আলু রপ্তানির নামে মাদক ব্যবসা করে আসছিলেন। শুক্রবার (২ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলুর বেশ কয়েকটি বস্তা তল্লাশি করে ২৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় পিকআপসহ মাদক ব্যবসায়ী শাকিল হোসেন ও সুজন প্রামানিককে আটক করা হয়।

বিজ্ঞাপন

জিএম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission