ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

রাজবাড়ী সদর হাসপাতালে হামলার ঘটনায় গ্রেপ্তার ২ 

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১২ জুলাই ২০২১ , ০৭:৪৯ পিএম


loading/img
রাজবাড়ী সদর হাসপাতালে হামলার ঘটনায় গ্রেপ্তার ২ 

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের হামলা চালিয়ে ভাঙচুর ও দুই জন কর্মীকে মারধরের ঘটনায় রোববার (১১ জুলাই) মামলা দায়ের করা হয়েছে। রাজবাড়ী থানায় দায়ের করা ওই মামলার বাদী হয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আব্দুর রহমান।

বিজ্ঞাপন

মামলায় জেলা শহরের লক্ষিকোল এলাকার বাবুল আক্তার বাবুর ছেলে আব্দুল হাই সিজান সিজু ও সাজেদুল ইসলাম সবুজ এবং রতনকে চিহ্নিত করে অজ্ঞাত পরিচয়ের আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে গত শনিবার (১০ জুলাই) রাতেই পুলিশ সিজু ও সবুজকে গ্রেপ্তার করেছে।

মামলার বাদী আরটিভি নিউজ জানিয়েছেন, গত শনিবার দুপুরে সিজু ও সবুজ সিলিয়াল ভেঙ্গে অপর আসামি রতনকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকের কাছে নেবার চেষ্টা করে। সে সময় ওই সিরিয়ালের কাজে ব্যস্ত থাকা চিকিৎসকের সহকারী নজরুল ইসলাম তাদের বাঁধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে বহিরাগতদের সমাগম করে নজরুল ইসলামকে মারপিট এবং জরুরি বিভাগের ৫০ হাজার টাকা মূল্যের থাই গ্লাস ভাঙচুর করে। সে সময় হাসপাতালে পরিচ্ছন্নকর্মী রবি জমাদার এগিয়ে এলে তারা তাকেও মারধর করে। ওই সময় অন্যান্য কর্মচারীরা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।

বিজ্ঞাপন

রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছে। ইতোমধ্যেই এজাহারভুক্ত দুই জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |