ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ 

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০৬:১২ পিএম


loading/img
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে আমিনুল ইসলাম তুফান (৩১) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১২ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন।  

এর আগে শুক্রবার মধ্যরাতে আখাউড়া থানার এসআই আশিস সূত্রধর ও এএসআই মো. আলতাব হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম দেবগ্রাম-নয়াদিল ব্রিজ এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সেখানে ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পাওয়া যায়। পুলিশের তল্লাশি ও অভিযানের সময় আমিনুল ইসলাম তুফানকে গ্রেপ্তার করে বাকিরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামি আমিনুল ইসলাম তুফান ও পলাতক ৫-৭ জন অজ্ঞাত-ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা রুজু করা হয়েছে। থানা রেকর্ডে দেখা গেছে, আসামীদের বিরুদ্ধে এর আগেও চুরি, ডাকাতি ও দস্যুতার মতো একাধিক মামলা রয়েছে।

এ সময় ২টি ধারালো দা (১টি কাঠের বাটযুক্ত লোহার দা ও ১টি সাধারণ লোহার দা), ১টি কুড়াল, ১টি ধারালো ছুরি (কাঠের বাটযুক্ত), ১টি বাঁশের লাঠি (রুল) এবং ১টি চারকোণা কাঠ ফেলে যায়, যা পুলিশ জব্দ করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করে পলাতকদের ধরতে আরও তদন্ত চলছে। স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সক্রিয় রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |