পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ রাঙ্গা: কাদের 

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ , ০৩:৪৪ পিএম


পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ রাঙ্গা: কাদের 
ফাইল ছবি

বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, এই রাঙ্গা সেই রাঙ্গা। যে রাঙ্গাকে পৌরসভার মেয়র থেকে মন্ত্রী করেছে। আজকে সেই রাঙ্গা প্রধানমন্ত্রীকে বলে স্বৈরাচার। এরশাদ বিরোধী আন্দোলনের সেই নূর হোসেনকে বলেছে মাদকাসক্ত, ইয়াবাসক্ত। কোথা থেকে এনে এদেরকে মন্ত্রী বানায়, আমি বুঝি না। রাঙ্গা পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ। পরিবহন জগতকে ধুয়ে মুছে খেয়েছেন আপনি। আজকে বড় বড় কথা বলেন। 

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বসুরহাট পৌরসভা কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলন তিনি এসব অভিযোগ করেন। 

আব্দুল কাদের মির্জা বলেন, নোয়াখালীর রাজনীতি দ্রুত সুস্থ ধারায় না ফিরলে কোম্পানীগঞ্জে অবরোধ, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি দেয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ব্যারিস্টার সুমন একটা বাহির হইছে। সে নাকি আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক। সে একজন ওসির বিরুদ্ধে জয় বাংলা স্লোগান দেওয়ায় মামলা দিয়েছে। সে (সুমন) কী করে যুবলীগ করে। আমি প্রধানমন্ত্রীকে বলবো ’জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানকে জাতীয় স্লোগান করা হোক।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবু, সাধারণ সম্পাদক মো. ইউনুছ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়েরসহ অনেকে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission