এখনও খোঁজ মেলেনি ট্রেনের ধাক্কায় নদীতে নিখোঁজ যুবকের

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

রোববার, ২৪ অক্টোবর ২০২১ , ০৯:৪৭ পিএম


এখনও খোঁজ মেলেনি ট্রেনের ধাক্কায় নদীতে নিখোঁজ যুবকের
ফাইল ছবি

নরসিংদীর পলাশে রেলসেতুতে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক যুবক নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনায় দ্বিতীয় দিনের মতো টানা ১০ ঘণ্টার অভিযানেও খোঁজ মেলেনি অলি মিয়া (১৯) নামে ওই যু্বকের।

বিজ্ঞাপন

রোববার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়। পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাদিউর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিখোঁজ অলি মিয়া (১৯) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বড়পাড়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় এলাকাবাসী ও পলাশ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিখোঁজ অলি মিয়া ও তার বন্ধু শাহজাহান শনিবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঘোড়াশাল রেলস্টেশনের দিকে ঘুরতে আসে। এরপর ছবি তোলার জন্য অলি ও তার বন্ধু শাহজাহান স্টেশনের পাশের রেলসেতুর মাঝখানে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগরের একটি এক্সপ্রেস ট্রেন সেতুতে চলে এলে শাহজাহান দৌড়ে সেতুর এক পাশে চলে এলেও অলি মিয়া আসতে পারেনি।

এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে নিচে নদীতে পড়ে যায় অলি। পরে বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রথম দিনের মতো অভিযান চালায় নরসিংদী রেলওয়ে পুলিশ, পলাশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডবুরি দল। পরে রোববার (২৪ অক্টোবর) সকালে দ্বিতীয় দিনের মতো পুনরায় অভিযান চালিয়ে সন্ধায় সমাপ্ত করা হয়।

পলাশ ফায়ার স্টেশন অফিসার মো. হাদিউর ইসলাম বলেন, শনিবার (২৩ অক্টোবর) বিকেলে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসার পর টঙ্গীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ দেয়। সেদিনও নিখোঁজ যুবক অলি মিয়াকে উদ্ধার করা যায়নি। রোববার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে পুনরায় অভিযান শুরু করি। আজও তাকে খুঁজে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জিএম/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission