বিএনপি নেতাকে আ.লীগের মনোনয়ন

কুড়িগ্রাম (উত্তর প্রতিনিধি), আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ , ০৪:৩২ পিএম


বিএনপি নেতাকে আ.লীগে মনোনয়ন
মোঃ জহুরুল হক

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহুরুল হক। এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আলোচনা সমালোচনা শুরু হয়েছে জেলাব্যাপী। 

বিজ্ঞাপন

এ বিষয়ে মনোনয়ন পরিবর্তনের অনুরোধ জানিয়ে নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান ২২ অক্টোবর একটি লিখিত আবেদনপত্র দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর প্রেরণ করেছেন।

এ আবেদনপত্রে সুপারিশ করেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, সাধারণ সম্পাদক আমন উদ্দিন মঞ্জু, নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধান ও কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর।

বিজ্ঞাপন

আবেদনকারী নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান আরটিভি নিউজকে বলেন, জহুরুল হক ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন এবং নারায়ণপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্বও পালন করেন। সদ্য তিনি আওয়ামী লীগের গ্রাম কমিটির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। আওয়ামী লীগের ইউনিয়ন কিংবা ওয়ার্ড কমিটির কোথাও তার নাম নেই। তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিলে কণ্ঠভোটে মাত্র ৭ ভোট পান। অন্যদিকে আওয়ামী লীগের আরেক মনোনয়নপ্রত্যাশী বেলাল হোসেন পান ৩৫ ভোট। 
এরপরেও তৃণমূল নেতাদের ভোটে প্রথম হওয়া বেলাল হোসেনকে বাদ দিয়ে সদ্য আ.লীগে যোগ দেওয়া বিতর্কিত ও সাবেক বিএনপি নেতা জহুরুল হককে কীভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, তা আমার বোধগম্য না। বিষয়টি স্থানীয় নেতাকর্মীরা কেউ মেনে নিতে পারছেন না। 
 
তিনি আরটিভি নিউজকে আরও জানিয়েছেন, জহুরুল ইসলামের মনোনয়ন বাতিল করে বেলাল হোসেনকে নৌকার মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বরাবর আবেদন করেছেন তিনি। 

তৃণমূলের সমর্থনে বিজয়ী প্রার্থী আ.লীগের মনোনয়নপ্রত্যাশী বেলাল হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, আমাকে নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। সদ্য যোগদান করা বিএনপি নেতাকে আ.লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

মনোনয়ন পাওয়া সাবেক বিএনপি নেতা জহুরুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, আমি একসময় বিএনপি করেছি। এখন আওয়ামী লীগে যোগ দিয়েছি। আমি এখন বঙ্গবন্ধুর সৈনিক। ইউনিয়নে আমার জনপ্রিয়তা বিবেচনায় আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। এতে দোষের কী আছে।

বিজ্ঞাপন

এমআই/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission