নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে ৫ জন আত্মসমর্পণ করেছেন।
এর আগে আজ (রোববার) সকালে জঙ্গি আস্তানা সন্দেহে যে বাড়িটি ঘিরে রাখা হয়েছে তার ভেতরে আটকা পড়া ব্যক্তিদের শনাক্তে স্বজনদের ভেতরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান।
তিনি বলেন, স্বজনদের মাধ্যমে ভেতরের ‘জঙ্গিদের’ আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। এরই মধ্যে ৫জন আত্মসমর্পণ করেছেন।
জানা যায়, ওই বাড়ির ভেতরে পাঁচ-ছয়জনের মতো আটকে পড়েছে। তারা মোবাইল ফোনে বাইরে উপস্থিত স্বজন ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তাদের দাবি, তারা পাশের মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক।
এদিকে রোববার সকালে সাংবাদিক ও সাধারণ লোকদের ওই বাড়ি থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়া হয়েছে। শনিবার দিবাগত রাতে আস্তানার ৫০০ গজ এলাকার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
আর/এসএস