প্রায় ২৪ ঘণ্টা পর রাঙামাটির লংগদুতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে উল্লেখ করে এই নির্দেশ প্রত্যাহারের কথা জানিয়েছেন জেলার ডিসি মানজারুল মান্নান।
এর আগে শুক্রবার ১৪৪ ধারা জারি করা হয়। স্থানীয় এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে লংগদুর কয়েকটি এলাকায় পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধারা জারি করে প্রশাসন।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে জরুরি সভা শেষে রাঙামাটির ডিসি মানজারুল মান্নান জানান, অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বের করতে পর্যবেক্ষক কমিটি করা হবে। যার যা ক্ষতি তারা যেন ঠিক সে পরিমাণ পায় সেদিকে খেয়াল রাখা হবে।
এর আগে শনিবার সকালে ডিসি মানজারুল মান্নান ও পুলিশ সুপার সাইদ তারিকুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
বৃহস্পতিবার দীঘিনালার চার মাইল এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালক ও স্থানীয় সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাঙালিরা এ ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনগুলোকে দায়ী করেছে।
পরে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে নয়নের মরদেহ নিয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরে আসার পথে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে।
এসএস