চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে আবু বক্কর (৪৩) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ।
শুক্রবার বিকেল ৪টার দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৯ মেইন পিলারের কাছাকাছি গবাদি পশু চরানোর সময় ভারতের হাটখোলা বিএসএফ ক্যাম্প সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
চুয়াডাঙ্গার ৬ বিজিবির অধিনায়ক মোহাম্মদ রাশিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানিয়েছেন, ঠাকুরপুরের গোপালের ছেলে বক্করকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে তিনি জেনেছেন।
তবে ওই এলাকায় কাটাতারের বেড়া না থাকায় সীমান্তের কোনো অংশ থেকে তাকে ধরা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।
বিজিবি-৬ এর অধিনায়ক আরো জানান, এরই মধ্যে আটকে পড়া বাংলাদেশীকে ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়েছে।
এসজে