বঙ্গবন্ধুর জন্মদিনে ইউপিএইচসিএসডিপি’র আলোচনা সভা

আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ মার্চ ২০২২ , ০৭:৪২ এএম


বঙ্গবন্ধুর, জন্মদিনে, ইউপিএইচসিএসডিপি’র, আলোচনা, সভা,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-২য় পর্যায় (ইউপিএইচসিএসডিপি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ায় অবস্থিত নগর মাতৃসদনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পাটনারশিপ এরিয়া ১, ২, ৩, ৪ ও ৫-এর পরিচালনায় নিয়োজিত ঢাকা আহ্ছানিয়া মিশন, বাপসা, পিএসটিসি ও সীমান্তিক যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।

বিজ্ঞাপন

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ফজলে শামসুল কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের (২য় পর্যায়) পরিচালক ও যুগ্ম সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিএসসিসির ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহাবুবুল আলম মাহাবুব।

এ ছাড়াও সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউপিএইচসিএসডিপি-২-এর উপ-প্রকল্প পরিচালক (সার্ভিস ডেলিভারি) ডা. শারমিন মিজান ও ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানজিদা ইসলাম।

 
যুগ্ম সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার। জাতির পিতা মনে করতেন একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে হলে একটি স্বাস্থ্যবান জাতির প্রয়োজন। তাই তিনি স্বাস্থ্যব্যবস্থাকে গুরুত্ব দিয়েছিলেন এবং স্বাস্থ্যব্যবস্থা, চিকিৎসা বিজ্ঞান সব ক্ষেত্রে একটি শক্ত নীতিমালা, পরিকল্পনা, অবকাঠামো রেখে গেছেন যার ওপর গড়ে উঠেছে আজকের কার্যক্রম।

বিজ্ঞাপন

তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ সংবিধানের ১৫(ক) ধারায় চিকিৎসাকে মৌলিক অধিকার এবং ১৮(১) ধারায় জনগণের পুষ্টি ও জনস্বাস্থ্যকে রাষ্ট্রের কর্তব্য হিসেবে সন্নিবেশিত করেন। জাতির পিতার স্বপ্ন লালন করে স্থানীয় সরকার বিভাগ, ইউপিএইচসিএসডিপি প্রকল্পের মাধ্যমে নগর স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃসদনের মাধ্যমে ৪৫টি পার্টনারশিপ এলাকার স্বাস্থ্যসেবা প্রদান করছে। পাশাপাশি কোভিড-১৯ এর শুরু হতে টিকা কার্যক্রমে নিবিড়ভাবে কাজ করছে।

আলাউদ্দিন খান আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে নগরবাসীর স্বাস্থ্যসেবায় আরও সুদুর প্রসারী কার্যক্রমে তিনি নিরলসভাবে কাজ করবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission