প্রবল বর্ষণে পাহাড় ধসে চট্টগ্রামের ৫ জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে।
এরমধ্যে রাঙামাটিতে ১০৫ জন, চট্টগ্রামে ৩৬ জন, খাগড়াছড়িতে ১ জন, বান্দরবানে ৮ জন ও কক্সবাজারে ২ জন নিহত হয়েছেন।এর মধ্যে কর্মকর্তাসহ ৪ সেনা সদস্যও রয়েছেন। সেনা সদস্যরা উদ্ধার কাজ করতে গিয়ে নিহত হন।
এখনো উদ্ধার কাজ চলছে। উদ্ধারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন কাজ করছেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গেলো রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি হয়। এরমধ্যে দক্ষিণ পূর্বের জেলা রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে মাটি সরে গিয়ে পাহাড় ধস হয়।
বৃষ্টির মধ্যেই মঙ্গলবার ভোর থেকে উদ্ধার তৎপরতা শুরু করেন। রাতে আলোর অভাবে অভিযান স্থগিত রাখার পর বুধবার সকালে ফের মাটি সরিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু হয়।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পাহাড় ধস ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন। এসব এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সেতুমন্ত্রী।
সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা রাঙামাটিতে দুর্গতদের মাঝে ৫০ লাখ টাকা, ৫শ’ বান টিন, ১শ’ টিন চাল সহায়তা দেয়া হচ্ছে।
- পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু
- নিহত ৪ সেনা সদস্যের মরদেহ ঢাকায়, বাদ জোহর জানাজা
- পাহাড় ধস : ফের উদ্ধার অভিযান শুরু
- রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিহত ৪ সেনার নাম প্রকাশ
- রাঙামাটিতেই মৃতের সংখ্যা ৮৮
- নিহতদের পরিবারকে ৩০ হাজার টাকা করে দেয়া হবে : ত্রাণমন্ত্রী
- পাহাড় ধসে সেনাসদস্যসহ নিহত শতাধিক (ভিডিও)
- পাহাড় ধস : ৩ জেলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৮ (ভিডিও
- রাঙামাটিতে উদ্ধার কাজে গিয়ে সেনা সদস্য হতাহত
- চট্টগ্রামের সঙ্গে ৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- পাহাড় ধসে ৩ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ (ভিডিও)
- পাহাড় ধসে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে নিহত ২৮ (ভিডিও)
- বান্দরবানে পাহাড় ধসে নিহত ৬
জেএইচ